১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: গৃদকালিন্দিয়া মাঠে ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায়। গৃদকালিন্দিয়া টুনামেন্ট উদ্বোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর আয়োজক কমিটি এবং হাবিবুল বাসার সুমনের একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ টুর্নামেন্টে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ১২ টি দল। এবছর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজ মানি ২ লক্ষ টাকা।

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ার মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে এর আগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হলেও এবারের টুর্নামেন্টে থাকছে বেশ কিছু চমক। এ বছর শিরোপা অর্জনের লড়াইয়ে মাস ব্যাপি এই টুর্নামেন্টে মোট ১৯ টি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী ১২ দল। চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি হিসেবে থাকবে ২ লক্ষ টাকা এবং রানার্সআপ দলের জন্য থাকবে এক লক্ষ টাকা।

টুর্নামেন্টকে আকর্ষণীয় ও বর্ণীল ভাবে উপস্থাপন করতে উদ্বোধনের আগের রাত থেকেই হবে জমকালো আতশ বাজি। পরদিন মাঠের খেলায় হবে জমকালো উদ্বোধন।

খেলার মাঠে থাকবে ভিআইপি গ্যালারিও। ভিন্ন দলের হয়ে ব্যাট ও বল হাতে আলো ছড়াবেন দেশ সেরা টেপটেনিস ক্রিকেটার, বাবলু আহমেদ (হেলিকাপ্টার বাবলু) রাসেল আহমেদ শুক্কুর (কিং শুক্কুর) ও দেশের প্রথম বিভাগ ক্রিকেট খেলা ক্রিকেটার শাহরিয়ার কোমল, সাকলাইন, রুম্মন সহ তরকা ক্রিকেটাররা। সফলতম একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে ক্রীড়া প্রেমী সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খাঁন ও সোহেল খাঁনসহ আয়োজক কমিটির সদস্য অনাগত পরিশ্রম করে যাচ্ছেন।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top