১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাহিদুল ইসলাম ভূঁইয়াঃ চাঁদপুরে ফরিদগঞ্জে এম এ হান্নানের মনোনয়ন দাবিতে যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণমিছিল ১৩ অক্টোবর সোমবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সাংগঠনিক ভাবে দলকে ক্ষতিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এম এ হান্নানের মনোনয়নের দাবিতে গণমিছিল শেষে পথসভা করেছে।

উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, গত তিন দশকেরও বেশি সময় ধরে এই উপজেলার মানুষের জন্য আলহাজ¦ এম এ হান্নান যেভাবে কাজ করে গেছেন, তাতে তিনি উপজেলার আপামোর মানুষের হৃদয়ে অবস্থান করছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন গুরুত্বপূণূ পদে না থাকলেও এমনকি দল থেকে বহিষ্কৃত হলেও তিনি একটি মুহূর্তের জন্যও বিএনপি ছেড়ে যাননি। বরং তিনি দলের নেতাকর্মীদের জন্য অকাতরে কাজ করে গেছেন। ফলে আজ তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর ধানেরশীষের কথা বিএনপি তার মনোনয়ন নিয়ে কখনোই ভুল করেন না। ২০০৮ সালে, ২০১৮ সালে দলীয় মনোনয়ন ফরিদগঞ্জ আসনে এম এ হান্নানই পেয়েছেন। কিন্তু কেনো তিনি শেষ পর্যন্ত থাকতে পারলেন না তা আপনারা সবই জানেন। কিন্তু এবার আর কোন ভুল নয়, আমরা সঠিক পথেই রয়েছি। আমরাও দৃঢ় ভাবে বিশ্বাস করি ২০২৬ সালের নির্বাচনেও বিএনপির মনোনয়ন আবারো এম এ হান্নানের হাতেই উঠবে। কারণ তার হাতেই ফরিদগঞ্জ বিএনপি নিরাপদ।


পথসভায় আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাাসন মঞ্জুর।

এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া গণমিছিলটি থানার মোড়ে এসে পথসভায় মিলিত হয়

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top