বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশিত হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য প্রকাশিত হয়।
বাংলাদেশ পুলিশের বর্তমান লোগোতে পাল তোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। পরিবর্তিত লোগোতে পাল তোলা নৌকার জায়গায় বাংলাদেশের জাতীয় প্রতিক শাপলা স্থান পেয়েছে। পাশাপাশি ধান, গমের শীষ এবং পাটপাতা স্থান পেয়েছে।
উক্ত চিঠির ভাষ্যমতে প্রজ্ঞাপন জারির পরপরই সারা বাংলাদেশের পুলিশের লোগো সম্বলিত যাবতীয় সকল কিছু থেকে বর্তমান লোগোটি বাদ দিয়ে নতুন লোগোটি ব্যবহার করা হবে।
