বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর বর্তমান নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বিশেষ করে গত বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছেন। যা বেশ তথ্যবহুল এবং সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেছেন। আর সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল প্লাটফর্মে ভাইরাল। তাকে নিয়ে মিডিয়া পাড়া, সোশ্যাল মিডিয়া, সুশীল সমাজ সব জায়গাই আলোচনা হচ্ছে।
ফেসবুক স্ট্যাটাসে লেখক মিজানুর রহমান বলেছেন, ‘কিছু লোক দেশপ্রেমের চেতনার কথা বলে মুখে ফেনা তুলে ভালো থাকার জন্য দেশের টাকা সিঙ্গাপুরে পাচার করে বিলিওনিয়ার হয়। আর জনাব আশিক চৌধুরীর মত কিছু লোক সিঙ্গাপুরের আয়েশি জীবন ছেড়ে বাংলাদেশের মানুষের জন্য ছুটে এসেছেন দেশে। এখানে চেতনার ফেনা তোলা আর প্রকৃত দেশপ্রেমিকদের মধ্যে প্রকৃত পার্থক্য।’ এইরকম অনেকেই তার প্রশংসায় তাকে নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি করতেছেন।
আশিক চৌধুরী পেশায় একজন ব্যাংকার। সিঙ্গাপুরের বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশের উন্নয়ন করার কথা চিন্তা করে উক্ত পেশা ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। গত ৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়।
বাংলার এই কৃতি সন্তান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মধ্য কলাদীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তার বাবার চাকুরির সুবাধে তিনি যশোরে বেড়ে উঠেন। সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তি হন। তারপর ২০০৭ সালে স্নাতক শেষ করে একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকুরি করেন। তারপর ২০১১ সালে পড়তে যান যুক্তরাজ্যে।
