১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের “ট্রাক” প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন।
চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী নিয়ে ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় চাঁদপুর বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।

রাত ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ করে মনোনয়ন ফরম ক্রয় করেন।

মনোনয়ন ফরম ক্রয় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে ও চাঁদপুর-৩ থেকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নুরুল হক নুরএ সময় তিনি বলেন গণঅধিকার পরিষদ হল তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল, তাই তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনে ভূমিকা রেখেছে তরুণরাই। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণে তা ব্যাপক রূপ ধারণ করে।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যদিয়ে আমরা সূচনা,পরবর্তীতে ২৪ এর বৈষম্যবিরোধী কোটা আন্দোলন রূপ নেয় গণ-আন্দোলনে। যার ফলাফল স্বৈরাচারের পতন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ।

পরিসংখ্যান মতে, দেশের মোট জনসংখ্যার ৪০ থেকে ৪৫ শতাংশ তরুণ। ফলে আগামীর বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি—সবই নির্ভর করছে তরুণসমাজের ওপর।

তারুণ্যের দৃষ্টিকোণ থেকে গড়ে তুলতে হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান।

মনোনয়ন ফরম ক্রয়ের সময় দলীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান মুর্তজা মাহাবুব,গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সবুজ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট,সামাজিক ও যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বীর, ঢাকা দক্ষিণ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি জাকির হোসেন রুবেল,অর্থ সম্পাদক সজীব হোসেন।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহিদা আক্তার,দেলোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান,ওমর সালমান,হাসান মিজি,নিলুফা আক্তার, সম্মানিত সদস্য আব্দুল কাদের খান, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক রাশেদুল ইসলাম, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা শ্রমিক সংগঠক মোঃ শহীদ।

ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি শরীফ হোসেন ও জহিরুল ইসলাম।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী আহমেদ, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মাহাবুব অলিউল্লাহ, আব্দুল কাইয়ুম, ইউনুস আহমেদ, সজীব, শান্তসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top