বিশেষ প্রতিনিধি: ঐতিহ্যবাহী সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪৫৩ তম ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত সাহিত্য চর্চার অংশ হিসেবে এ সাহিত্য আড্ডায় সাহিত্যিকরা স্বরচিত লেখা পাঠ করেন। উক্ত আড্ডায় প্রতিটি লেখার চুলচেরা বিশ্লেষণ হয়ে থাকে।
শনিবার ১৬ আগষ্ট ৫.৩০ মিনিটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ৪৫৩ তম সাহিত্য আড্ডাটি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় সদস্যরা স্বরচিত লেখা পাঠ করেন।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ মুন্না, সিনিয়র সহ-সভাপতি কবি হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন চন্দ্র শীল। এছাড়াও কবিতা আবৃত্তি করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও লেখক অমৃত ফরহাদ (নুরুল ইসলাম ফরহাদ), প্রতিষ্ঠাতাকালীন সভাপতি কবি দন্তন্য ইসলাম (কে এম নজরুল ইসলাম)।
এছাড়াও উক্ত সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কবি শ্রাবণ রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও নারী উদ্যোক্তা রাবেয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও সংগঠনের সদস্য জাকির সৈকত, আব্দুস সালাম, দপ্তর সম্পাদক টিটু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিতু রানী দেবনাথ, সদস্য ইয়াছিন পালোয়ান প্রমুখ।
