মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ফিলিস্তিনের উপর ইহুদিবাদী দেশ ইসরায়েলের নৃশংস গণহত্যার বিরুদ্ধে আজ ২০ মার্চ ২০২৫, রোজ: বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ ইসলামি আন্দোলন এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে। পবিত্র রমজানের ইফতারের পর মাগরিবের নামায আদায় করে ইসলামি আন্দোলনের এই বিক্ষোভ মিছিলে তাদের কর্মীসহ প্রায় কয়েকশত মুসলিম অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করে পুরো ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।
উক্ত বিক্ষোভ মিছিলে বিনা অপরাধে নির্বিচারে ফিলিস্তিনি মুসলিমদের হত্যার প্রতিবাদে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘকে কঠোর বার্তা দেওয়া হয়। এছাড়াও ভারতে মুসলিম হত্যার বিরুদ্ধে ভারত ও ভারতের মোদিকেও কঠোর বার্তা দেওয়া হয়।
উল্লেখ্য, গত জানুয়ারিতে যুদ্ধ বিরতি শুরু হয়। এর মধ্যেই পবিত্র রমজান মাসের ১৭ই রমজানে হঠাৎ করে সেহরির সময় ইসরায়েল জোরালোভাবে বিমান হামলা শুরু করে। এতে কয়েকশত ফিলিস্তিনি মুসলিম শহিদ হোন এবং কয়েক শতাধিক গুরুতর আহত হয়েছেন। এই হতাহতের মধ্যে পঞ্চাশের অধিক নারী ও শিশু শহিদ হয়েছেন।
