১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের রাজধানী ঢাকার গণপরিবহনগুলোতে প্রায় সময়ই নারীদের যৌন হেনস্তার শিকার হতে হয়।  এই যৌন নিপিড়ন থেকে দ্রুততার সাথে নারীদের সুরক্ষা দেওয়ার জন্য চালু হয়েছে ‘হেল্প’ নামক অ্যাপ।  অ্যাপটি তৈরিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন করেছে।  প্রকল্পটি বাস্তবায়ন করতেছে আর্টিকেল নাইনটিন ও ফ্রি প্রেস আনলিমিটেড।  অ্যাপটির পুরো নাম Harassment Elimination Literacy Programme (Help) বা হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প)।

‘হেল্প’ অ্যাপটি যেভাবে কাজ করবে, রাজধানীর মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ রুটে চলাচলকারী বাসে কিউআর কোড বসানো হবে।  যাতে করে কোনো নারী যৌন হেনস্তার শিকার হলে স্মার্টফোনের কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করে দ্রুত বা তৎক্ষণাত আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে পারে।  ইমার্জেন্সি সেবার জন্য এই রুটের আশেপাশে যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে সেগুলিতে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে।  একজন ভুক্তভোগী অ্যাপটিতে রিপোর্ট করার সাথে সাথে ভলান্টিয়ারের কাছে তথ্য পৌছে যাবে।  পাশাপাশি কাছে থানার ডিউটি অফিসারের কাছে সরাসরি ফোন করা যাবে এবং জাতীয় জরুরিসেবা ৯৯৯ এর মধ্যেও ফোন করা যাবে অ্যাপটির মাধ্যমে।  অ্যাপটিতে একটি ‘অ্যালার্ট’ বাটন থাকবে।  একজন ভুক্তভোগী যখন উক্ত অ্যালার্ট বাটন চেপে ধরবেন তা সাথে সাথে আশেপাশের ভলান্টিয়ারের কাছে ‘রিয়েল টাইম লোকেশন’ সহ গিয়ে নোটিশ করবে।

অ্যাপটির উদ্বোধনি অনুষ্ঠিত হয়েছে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর ডেইলি স্টার ভবনে।  উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী।  এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম সহ আরও অনেকেই।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top