১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি: “বৈষম্যহীন সমাজ গড়তে নিয়ামক হিসেবে কাজ করবে বিএনপির ৩১ দফা কর্মসূচি। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ ফেলে ৩১ দফার ভিত্তিতে দেশ গড়বে। তারপর এই দেশের মানুষ একটি কল্যাণময় রাষ্ট্র দেখতে পাবে। সে জন্য মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে আসতে হবে, বিএনপিকে সমর্থন দিতে হবে। গণতন্ত্রের অতদ্র প্রহরী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন, তারপরও ক্ষমতার কাছে মাতানত করেননি। অন্যায়ের সাথে আপোষ করেননি। আমরা সেই নেতার কর্মী, জিনি নিজের চেয়ে নিজের দেশকে বেশী ভালোবেসেন, দেশের মানুষকে ভালোবাসেন।’ লিফলেট বিতরণ কালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটোয়ারী উক্ত কথাগুলো বলেন।

রবিবার (২৬ জানুয়ারী ২০২৫) বিকেলে উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজার, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া ও বর্ডার বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে তার সঙ্গে ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, ফরিদগঞ্জ উপজেলার যুব শ্রেণীর কাছে যুবরাজ খ্যাত আবদুল মতিন।

লিফলেট বিতরণ কালে আরো উপস্থিত ছিলন ১১নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন টেলু, ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী, উপজেলা বিএনপির সদস্য সোহেল কমিশনার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, তানভীর আলমদ নকীব, ১৪নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুর রহমান সবুজ, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন পাটোয়ারী, নারী নেত্রী শারমিন করিম প্রমুখ।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top