নিজস্ব প্রতিনিধি:
যে সহে, সে রহে! কিছু জিনিস সহিবার নয়। শীতের কষ্টে কাবু হয়ে থাকা মানুষ আমরা, তবে শীতের দিনেও কষ্ট সহে যায় অসহায় কিছু চামড়া। রাস্তার ধারে, পথে ঘাটে প্রায়ই দেখা যায় মানুষিক ভারসাম্যহীন কিছু মানুষ। যাদের কষ্ট উপলব্ধি করেছেন ফরিদগঞ্জের মানবিক পুলিশ ইসমাইল রুবেল সহ তিন তরুণ। পথে প্রান্তরে ঘুরে বেড়ানো এই মানুষগুলোর গায়ে জড়িয়ে দিয়েছেন তারা কম্বল।
১১ ই ডিসেম্বর সন্ধ্যার পর ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় এবং মানুষিক ভারসাম্যহীন মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কোনো সংগঠন বা প্রচারণার ব্যানার ছাড়াই তারা ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
জানা যায়, ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্য ইসমাইল হোসেন,ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক তারেক রহমান তারু, তরুণ সাংবাদিক মোঃ ইয়াছিন পালোয়ান এবং সমাজ সেবল শেখ ফাহাদ-নিজেদের ব্যক্তিগত অর্থায়নে কম্বল ক্রয় করেন। পরে বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের খুঁজে খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন।
কম্বল পেয়ে অসহায় এবং মানুষিক ভারসাম্যহীন এসব মানুষ মনের অজান্তেই খুশি হয়ে যায়। দূরন্ত খুশির ছোঁয়া বয়ে যায় কারো কারো মনে।
যা বিতরণে যুক্তদের হৃদয় স্পর্শ করে। মানবিক উদ্যোগে অংশ নেওয়া চারজন জানান, শীতে কাঁপতে থাকা মানুষগুলোর অসহায়ত্ব দেখে তারা উদ্যোগ নিতে প্রেরণা পান। তাদের ভাষ্য -মানবতার পাশে দাঁড়াতে বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। সামান্য সহায়তাও কারো মুখে স্বস্তির হাসি এনে দিতে পারে।
এদিকে, এলাকাবাসী এই অনাড়ম্বর মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সমাজে এমন সচেতন নাগরিকের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং মানবিকতার পরিধি আরও বিস্তৃত করবে।
