১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সদর

আজকের সংবাদ, লাইফস্টাইল, সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে পলিথিন উৎপাদনকারী কারখানা থেকে ১৯৪ কেজি ব্যাগ জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে নারায়ণগঞ্জে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অ্যাকশন শুরু হয়েছে। এরইমধ্যে সিদ্ধিরগঞ্জে একটি পলিথিন ব্যাগ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ১৯৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সেই সাথে কারখানার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে পলিথিন উৎপাদন বন্ধ রাখতেও কারখানা কর্তৃপক্ষকে হুঁশিয়ার করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মাসুদ রানার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে মেসার্স ছোঁয়া পিপি প্যাকেজিং নামে কারখানায় অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপপরিচালক এএইচএম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে মেসার্স ছোঁয়া পিপি প্যাকেজিং নামে প্রতিষ্ঠানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখান থেকে ১৯৪ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। মূলত সেই প্রতিষ্ঠানে এক্সেসরিজ তৈরী করা হয়। এরই সাথে পলিথিন ব্যাগ উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরই সাথে ভবিষ্যতে পলিথিন ব্যাগ তৈরী করতে নিষেধ করা হয়েছে। তিনি আরও জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সংবাদ, খেলাধুলা, প্রধান সংবাদ, বিশেষ সংবাদ, সর্বশেষ

ক্রীড়া জগতে বৈষম্য দূর করতে কাজ করবো: মাসুদুজ্জামান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদুজ্জামান বলেছেন, ক্রীড়া জগতের ধারার সাথে রাজনীতি যুক্ত হওয়ার কথা না। কিন্তু এটা হয়ে আসছে, আমাদের এ কালচার থেকে বোরোতে হবে। কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা রাষ্ট্র দেখবে। এ কাজ ঢালাওভাবে না করে সেপারেটলি করতে হবে। কেননা এমন অনেকেই ছিলেন, যারা ভয়ংকর পরিস্থিতির শিকার হয়েও ক্রীড়া জগতের স্বার্থে কাজ করে গেছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ক্রীড়া জগতের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মাসুদুজ্জামান বলেন, আগে ন্যাশনাল টিমের ১৫ জন খেলোয়ার বিভিন্ন দলে খেলতেন, সেখানে আমাদের নারায়ণগঞ্জের চার জন-পাঁচ জন খেলোয়ার সরাসরি খেলতেন। আমাদের নজরুল, স্বপন, জাকির, সুজনদের মতো বীরেরা আছেন। আমরা আগে ঢাকা যখন যাইতাম, তখন খেলোয়ারদের দেখে আমার গর্বিত হতাম। কিন্তু আজকে নারায়ণগঞ্জের ক্রীড়া জগত তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। আজকের অবস্থা আর ইতিহাস ভিন্ন জিনিস। তিনি বলেন, কেউ এটা ভাববেন না, আমি ক্রীড়া সংস্থার দায়িত্ব নিতে যাচ্ছি। আমি একজন অভিভাবক হিসেবে থাকতে চাই। ক্রীড়া জগতে বৈষম্য দূর করতে সবাই আলোচনায় বসেছেন। আমি সেটার জন্য কাজবো ইনশল্লাহ। রিয়াউদ্দিন মামুনকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। কিন্তু করতে না পেরে সরে গেছেন। আমরা চাই আমাদের মানুষ আমাদের কাছে ফিরে আসুক। যাত্র শুরু হবে রিয়াউদ্দিন মামুনকে দিয়ে। নারায়ণগঞ্জের ক্রীড়া জগতের উন্নয়ন ঘটাতে এ মানুষকে আমাদের লাগবেই। আমরা মামুনের হাত হয়ে কাজ করবো। যাদের ক্রীড়া জগতে অবদান আছে তাদের ক্রীড়া সংস্থায় দেখতে চাই। কাজ করতে অর্থের অভাব অনটন থাকবে। কিন্তু আমাদের মানসিকতায় যাতে ঘাটতি না থাকে। ক্রীড়া জগতে বৈষম্য দূর করতে কাজ করবো: মাসুদুজ্জামান

আজকের সংবাদ, জনদুর্ভোগ, স্বাস্থ্য

ভিক্টোরিয়ায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু অভিযোগ উঠেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালের লেবার রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত নবজাতকের লাশ নিয়ে হাসপাতালের সামনেই বিক্ষোভ করে স্বজনেররা। চিকিৎসকদের অবহেলায় মৃত্যু হয়েছে উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করে নবজাতকের পিতা লিটন চন্দ্র সাহা। অভিযোগে উল্লেখ করা হয়, ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় নবজাকতের মা লিপি রানী সাহার ব্যথা অনুভব হলে স্বজনেররা তাকে নিয়ে ভিক্টোরিয়া হাসপাতালে আসে। পরবর্তীতে ডা. আনুকা রায়ের বিভাগে চেকাপের পর নার্সদের সাথে লেবার রুমে নিয়ে যাওয়া হয় লিপিকে। ৪ টায় নবজাতকের জন্ম হলে বাচ্চার মা শিশুর কান্না শুনতে পায়, কিন্তু নার্স বাচ্চাকে মায়ের কাছে না দিয়ে নানা অজুহাত দেখাতে থাকে। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টায় বাচ্চার বাবাকে ডেকে নিয়ে গিয়ে জানায় তাদের সন্তান ৬/৭ দিন আগে মায়ের গর্ভেই মৃত্যুবরণ করেছে। নবজাতকের লাশ নিয়ে যেতে স্বজনদের জোর করা হয়, অন্যথায় লাশটি ডাস্টবিনে ফেলে দিবে বলে হুমকি দেয় চিকিৎসক। নবজাতকের মা লিপি সাহা বলেন, ‘ব্যথা উঠার পর বিকেল ৪ টায় আমি আমার ছেলেকে জন্ম দেই। আমি নার্সের কাছে আমার বাচ্চা চাইসি যে আমার বাচ্চা দেও। নার্সেরা বলে এখন না পরে। তারা বাচ্চার বাবারে খুজতে থাকে। বাচ্চার বাবা তখন টাকা আনতে বাহিরে গেছিলো। আমার সাথে হাসপাতালে আমার এক মাসি ছিলো, তারেও রুম থেকে বের করে দিসে। পরে সকাল ৭ টার সময় নার্সেআমারে বলসে আমার বাচ্চা মারা গেছে। কিন্তু ছেলে জন্ম হওয়ার সময় আমার বাচ্চার কান্না আমি নিজে শুনছি। বাচ্চা হওয়ার পর নার্সের কাছে বাচ্চা চাইসি তখনও বলছে আমার বাচ্চা ভালো আছে।’ এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আরএমও (ভারপ্রাপ্ত) ডা. মো. জহিরুল ইসলাম বলেন, সেই নারীর নরমাল ডেলিভারি হয়। সে হাসপাতালে আসার ৫ মিনিটের মধ্যেই ডেলিভারি হয়। তবে বাচ্চা আগে থেকে মৃত ছিলো। আমাদের সিভিল সার্জেন মহোদয়কে আমরা জানিয়েছি সম্পূর্ন বিষয়। পরিবারকেও বুঝিয়ে বলেছি। পরে আমরা এটাও বলেছি যদি সন্দেহ থাকে তাহলে লাশের ময়না তদন্ত করতে কিন্তু নবজাতকের পরিবার ময়না তদন্ত করেনি। তারা বুঝতে পেরে লাশ নিয়ে চলে গেছে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা এমন একটা অভিযোগ পেয়েছি এবং থানা থেকে অফিসার পাঠিয়েছিলাম। প্রাথমিক ভাবে যতটুকু ঘটনা যানতে পেরেছি যে, বাচ্চা মহিলার গর্ভে জন্মের ৫/৬ দিন আগেই মারা গেছে। কিন্তু যে লেবার রুমে বাচ্চা জন্ম হয়েছে সেখানে অন্য একজনের বাচ্চা জন্ম হয়। সে বাচ্চার কান্নার শব্দ শুনেছে স্বজনেরা। ডাক্তার বিষয়টা বুঝিয়ে বলার পরও নবজাতকের পরিবারের সদস্যরা বুঝতে চাচ্ছিলো না, তারা উত্তেজিত হয়ে গিয়েছিলো। এসময় উত্তেজিত পরিবারের সদস্যদের ঠান্ডা করতে আমার অফিসার বলেছে আপনাদের সন্দেহ থাকলে থানায় অভিযোগ করেন। তখন তারা একটা অভিযোগ দায়ের করে। বিষয়ে সিভিল সার্জেন সকালে গিয়েছিলেন হাসপাতালে। সে আমাকে ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেছেন তারা সেখানে গিয়ে তদন্ত করে দেখেছে, বাচ্চাটা ৫ থেকে ৭ দিন আগেই মারা গেছে। তবুও সিভিল সার্জেন বলেছেন যদি সন্দেহ থাকে তাহলে পুলিশ বা পরিবারের সদস্য চাইলে বাচ্চার ময়না তদন্ত করাতে পারে, এটা করলে সত্য বের হয়ে যাবে। একই জিনিস সিভিল সার্জেন পরবিারকে বুঝিয়ে বলার পর তারা বুঝতে পেরেছে এবং লাশ নিয়ে চলে গেছে। মানবিকতার দিক থেকে সিভিল সার্জেন পরিবারকে দাফন কাফনের জন্য কোন সাহায্য লাগলে জানাতে বলেছে।

Scroll to Top