১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ

আজকের সংবাদ, লাইফস্টাইল, সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে পলিথিন উৎপাদনকারী কারখানা থেকে ১৯৪ কেজি ব্যাগ জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে নারায়ণগঞ্জে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অ্যাকশন শুরু হয়েছে। এরইমধ্যে সিদ্ধিরগঞ্জে একটি পলিথিন ব্যাগ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ১৯৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সেই সাথে কারখানার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে পলিথিন উৎপাদন বন্ধ রাখতেও কারখানা কর্তৃপক্ষকে হুঁশিয়ার করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মাসুদ রানার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে মেসার্স ছোঁয়া পিপি প্যাকেজিং নামে কারখানায় অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপপরিচালক এএইচএম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে মেসার্স ছোঁয়া পিপি প্যাকেজিং নামে প্রতিষ্ঠানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখান থেকে ১৯৪ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। মূলত সেই প্রতিষ্ঠানে এক্সেসরিজ তৈরী করা হয়। এরই সাথে পলিথিন ব্যাগ উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরই সাথে ভবিষ্যতে পলিথিন ব্যাগ তৈরী করতে নিষেধ করা হয়েছে। তিনি আরও জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সংবাদ, খেলাধুলা, প্রধান সংবাদ, বিশেষ সংবাদ, সর্বশেষ

ক্রীড়া জগতে বৈষম্য দূর করতে কাজ করবো: মাসুদুজ্জামান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদুজ্জামান বলেছেন, ক্রীড়া জগতের ধারার সাথে রাজনীতি যুক্ত হওয়ার কথা না। কিন্তু এটা হয়ে আসছে, আমাদের এ কালচার থেকে বোরোতে হবে। কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা রাষ্ট্র দেখবে। এ কাজ ঢালাওভাবে না করে সেপারেটলি করতে হবে। কেননা এমন অনেকেই ছিলেন, যারা ভয়ংকর পরিস্থিতির শিকার হয়েও ক্রীড়া জগতের স্বার্থে কাজ করে গেছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ক্রীড়া জগতের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মাসুদুজ্জামান বলেন, আগে ন্যাশনাল টিমের ১৫ জন খেলোয়ার বিভিন্ন দলে খেলতেন, সেখানে আমাদের নারায়ণগঞ্জের চার জন-পাঁচ জন খেলোয়ার সরাসরি খেলতেন। আমাদের নজরুল, স্বপন, জাকির, সুজনদের মতো বীরেরা আছেন। আমরা আগে ঢাকা যখন যাইতাম, তখন খেলোয়ারদের দেখে আমার গর্বিত হতাম। কিন্তু আজকে নারায়ণগঞ্জের ক্রীড়া জগত তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। আজকের অবস্থা আর ইতিহাস ভিন্ন জিনিস। তিনি বলেন, কেউ এটা ভাববেন না, আমি ক্রীড়া সংস্থার দায়িত্ব নিতে যাচ্ছি। আমি একজন অভিভাবক হিসেবে থাকতে চাই। ক্রীড়া জগতে বৈষম্য দূর করতে সবাই আলোচনায় বসেছেন। আমি সেটার জন্য কাজবো ইনশল্লাহ। রিয়াউদ্দিন মামুনকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। কিন্তু করতে না পেরে সরে গেছেন। আমরা চাই আমাদের মানুষ আমাদের কাছে ফিরে আসুক। যাত্র শুরু হবে রিয়াউদ্দিন মামুনকে দিয়ে। নারায়ণগঞ্জের ক্রীড়া জগতের উন্নয়ন ঘটাতে এ মানুষকে আমাদের লাগবেই। আমরা মামুনের হাত হয়ে কাজ করবো। যাদের ক্রীড়া জগতে অবদান আছে তাদের ক্রীড়া সংস্থায় দেখতে চাই। কাজ করতে অর্থের অভাব অনটন থাকবে। কিন্তু আমাদের মানসিকতায় যাতে ঘাটতি না থাকে। ক্রীড়া জগতে বৈষম্য দূর করতে কাজ করবো: মাসুদুজ্জামান

আজকের সংবাদ, বিশেষ সংবাদ, রাজনীতি, সর্বশেষ

কথায় কথায় খেলার আহবান করে নিজেই মাঠ ছেড়ে পালিয়েছে: কমরেড টিপু

লাইভ নারায়ণগঞ্জ:‘খুনিদের সাম্রাজ্য আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সারাদেশে ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করে যারা কথায় কথায় ‘খেলার’ আহবান করতেন, ফাইনাল খেলার দিন তারাই ভিটেমাটি ত্যাগ করে মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছেন। গায়েবী মামলা করে নিরীহ মানুষকে গণগ্রেফতার করে অবর্ণনীয় নির্যাতনসহ হত্যা, খুন, গুম করে তারা যে ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল ছাত্র জনতার অভ্যুত্থান সেই রাজত্বকে তছনছ করে দিয়েছে। সারা বিশ্বের জুলুমবাজ স্বৈরশাসকদের জন্য এই ঘটনা একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।’ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আবু হাসান টিপু। তিনি বলেন, সরকারের ছত্রছায়ায় ছাত্রদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী দিনে বিতর্কিত করে তুলতে পারে। সুতরাং ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে স্বল্প সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য রাষ্ট্রের যতটুকু এবং যা যা সংস্কার করা দরকার অগ্রাধিকার ভিত্তিতে সেই সকল সংস্কার মূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টান্ত সৃষ্টি করা উচিত। অন্যথায় এদেরকেও জনতার কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। নারায়ণগঞ্জ জেলা গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাবের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে অঞ্জন দাস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ধীরগতি ইতোমধ্যেই জনগণের মধ্যে আলোচনার বিষয় বস্তুতে পরিণত হয়েছে। পতিত সরকারের অনুসারীরা আজ দেশজুড়ে নতুন করে হত্যা খুনসহ বিভিন্ন নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি করে চলছে। তিনি এ ব্যাপারে সরকার সহ জনগণকে সতর্ক থাকার আহ্বান করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি জননেতা মোতালেব মাস্টার, নারীনেত্রী তাবাসসুম, সৌরভ সেন, আকবর হোসেন প্রমুখ প্রমুখ।

Scroll to Top