১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্আজ টা্ন্নিইমস ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ফরিদগঞ্জে সুশীল সমাজ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইমলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হোসেন।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইমলাম সরকার বলেন, একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার লক্ষে যা যা করা প্রয়োজন আমরা সকল কিছুই করেবো। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে নির্বাচনের প্রচারণা শুরু হবে। আশা করছি রাজনৈতিক দলগুলো ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই আকাঙ্খা তৈরি হয়েছেন তা যেনো বিনষ্ট না হয়। আমরা অনেকেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি ভুখণ্ড পেয়েছি। কিন্তু প্রকৃত গণতন্ত্র আসেনি স্বাধীনতার এতোবছরেও। কিন্তু আমরা ২৪ দেখেছি, কিভাবে আমাদের ছেলেমেয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তাই তাঁদের আত্মত্যাগকে কোন ভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। আমরা গণভোটের প্রচারে জন্য যেমন সর্বোচ্চ ব্যবস্থা নিবো, তেমনি নির্বাচনে কোন ধরনের অনিয়ম সন্ত্রাসি তৎপরতা ও অপরাধ ঠেকাতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো। এরই মধ্যে কাজ এগিয়ে নিয়েছি। সেনাবাহিনী ক্যাম্প বাড়বে, র‌্যাবের ক্যাম্প হবে, নৌপুলিশ, বিজিবি, আনসার বাহিনী এবং পুলিশ নির্ভিক ও স্বাধীন ভাবে কাজ করবে। আশা করছি আজকে এই সভায় সকলেই যেভাবে আমাদের কথা দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মো. রবিউল হোসেন বলেন, বাংলাদেশ পুলিশ যেকোন মূল্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর। আমরা এখানে কারো তদবিরে আসিনি, তাই আমাদের পিছনে ফিরে তাকাবার কোন প্রয়োজন নেই। ভোটাররা যাতে ভালভাবে ভোট দিতে যেতে পারে সেইজন্য আমরা নিরাপত্তা বলয় তৈরি করবো। কোন অনিয়মকে প্রশ্রয় দিবো না। রাজনৈতিক দলগুলো যদি নিজ নিজ অবস্থান থেকে নিজেরা স্বচ্ছ থেকে নির্বাচণী কার্যক্রমে অংশগ্রহণ করেন, তবে নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হতে বাধ্য। মনে রাখতে হবে, মানুষ এখন আর আগের ধারায় ফিরতে চায়না। তারা কিছুই নতুন ভাবে দেখতে চায়, একটি সুষ্ঠু নির্বাচনই আমাদের তা দিতে পারবে। আপনারা সকলে একত্রিত হয়ে গণভোটের কথা বলবেন। এই গণভোঠের মাধ্যমে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে যাবো, যেখানে আর ২৪ ফিরে আসবে না। দেশের মানুষকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ হাসিল করা সম্ভব হবে না। সকলে বাধ্য হবে সততার সাথে নিজ নিজ নিজ দায়িত্ব পালন করতে।
আমরা পুলিশ আর কারো কথায় কাজ করবো না। নির্বাচনী আচরণ বিধি এবং আইনের বাইরে কোন কাজ হবে না। আমরা ইতিমধ্যেই সকল পুলিশ সদস্যদের জন্য তিনদিনের ট্রেনিংয়ের আয়োজন করেছি। দিনবদলের যেই ধারা শুরু হয়েছে, তাতে আপনাদের স্বর্তফূর্ত অংশগ্রহনের মাধ্যমে তার পরিপূর্ণতা পাবে।
সভায় বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সাংবাদিকদের পক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, জুলাই যোদ্ধা নামজুস সাকিব, আলেমদের পক্ষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও ফরিদগঞ্জ মধ্যবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. মমিনুল ইসলাম খান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, শিক্ষকদের পক্ষে আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, ইউপি চেয়ারম্যাদের পক্ষে মো. শাহাজাহান বিএসসি, রাজনৈতিক দলের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাও. ইউনুছ হেলাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, গণফোরামের মামুন গাজী, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাজু ও ব্যবসায়ীদের পক্ষে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী হায়দার টিপু পাঠান।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top