ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
উপজেলায় পূর্বশত্রুতা ও জমিজমা বিরোধের জেরে রিয়াদ নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার ১৬ নং রুপসা ইউনিয়নের চরমুঘুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিয়াদ হোসেন (৩২) চরমুঘুয়া এলাকার আফজাল পাটওয়ারী বাড়ির ঈসমাইল পাটওয়ারীর ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঐ দিনই ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরমুঘুয়া এলাকায় সজিবের(৩২) সঙ্গে রিয়াদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি এ নিয়ে রিয়াদকে কুপিয়ে জখম করেন একই বাড়ির মৃত করিমউল্যাহ পাটওয়ারীর ছেলে সজিব(৩২) ও তাঁর ভাবী বিউটিসহ(৪০) অন্যরা। এর জেরে ৬ জানুয়ারি দুপুরে সজিব রিয়াদের দখলকৃত জমির গাছ কাটতে গেলে রিয়াদ ঐ সময় প্রমানস্বরুপ ভিডিও ধারণ করতে গেলে তাঁর ওপর অতর্কিত হামলা করেন সজিব ও তার স্বজনরা । এ সময় রিয়াদের মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসী আরো জানান, আমরা রিয়াদকে শান্ত- শিষ্ট নামাজী ভদ্র ছেলে হিসেবে জানি। তার ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ফরিদগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই মোহাম্মদ আলী জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
