ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের ‘আইফা মেধাবৃত্তি- ২০২৫’ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে উপজেলার ১১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
২০২৫ সালে ‘আইফা মেধাবৃত্তি’ পরিক্ষায় যে সকল পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে নিম্নে তাদের রোল নাম্বার দেওয়া হলো।
৩য় শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ৪৭, ২৮, ৯৫, ৫২, ৪২, ৪৩ = ৬ জন।
সাধারণ, রোল নং : ২৭, ৬১, ৬৪,২৯, ৪৯, ২৬, ৫০, ৩৫, ৯৪, ১০৬, ৭২, ১২২, ২৪, ৫৬, ১০৪, ১৪, ৭৩, ৩০, ৩১ = ১৯ জন।
৪র্থ শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ২৫৮, ১৮৫, ২০৭, ২৫২, ২৫১, ১৭২ = ৬ জন।
সাধারণ, রোল নং : ১৬৯, ২০৫, ১৬২, ১৭৪, ১৫১, ২২৯, ১৭০, ২৩৬, ১৯৫, ২১০, ২১৩, ২৫০, ১৫২, ২২৭, ১৭১, ১৬৫, ২৮২ = ১৭ জন।
৫ম শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ৪৩৮, ৩১২, ৩৪৭, ৩৪৬, ৩০৫, ৪৩৪, ৩০২ = ৭ জন।
সাধারণ, রোল নং : ৩৭৬, ৩৭৫, ৩৩২, ৪৪১, ৩০৮, ৪৩৫, ৩০৩, ৩৪১, ৩০৯, ৪২৯, ৩৪০, ৪৩৯, ৪৫৩, ৩১৩, ৪২৫, ৩৯৭, ৪৩৭, ৪০২, ৩৩০, ৩৩৫, ৪২৭, ৩১৪, ৩১০, ৩২২ = ২৪ জন।
৬ষ্ঠ শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ৫৪৬, ৫৮৬, ৫৪৫, ৫০২ = ৪ জন।
সাধারণ, রোল নং : ৫৩৩, ৫৪৯, ৫০৫, ৫৫৯, ৫৭১, ৫৪৭, ৫৩১, ৫২৪, ৫২৫, ৫০৩, ৫১৫, ৫৬১, ৫১৪, ৫৫৮, ৫২২ = ১৯ জন।
৭ম শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ৭২১, ৬৪৪, ৬৩৭, ৬৪৫ = ৪ জন।
সাধারণ, রোল নং : ৬৩৬, ৬৪৯, ৬৯০, ৬৯৪, ৬৯৫, ৭২৮, ৭২৩, ৭২৭, ৬৮৯, ৬৫০, ৬৫৩, ৬৩১, ৬৩৪, ৬৪৩, ৭০৮ = ১৫ জন।
৮ম শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ৮০৬, ৭৪০, ৮০৫, ৭৪১, ৭৮২ = ৫ জন।
সাধারণ, রোল নং : ৭৭৮, ৮০০, ৮০২, ৮০৭, ৭৮৭, ৮০৮, ৭৮৬, ৮২৫, ৮০৪, ৮১০, ৭৭২, ৭৮১, ৮২৬, ৭৮৪, ৭৪৬, ৮১২, ৮২৮ = ১৭ জন।
