১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
জাতীয় প্রেসক্লাব’র সভাপতি, বিশিষ্ট কবি ও প্রবীন সাংবাদিক এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ আগামী শনিবার (৩ জানুয়ারি ২০২৬) চাঁদপুরের ফরিদগঞ্জ আসছেন।
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কতৃর্ক আয়োজিত “আইফা মেধাবৃত্তি- ২০২৫” ও “শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৫” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখবেন কবি হাসান হাফিজ। দীর্ঘ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আইফা মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পদক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি- ট্যাক্স)।
আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার নুরুল ইসলাম ফরহাদ বলেন, এবার আমরা সীমিত পরিসরে আইফা মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পদক অনুষ্ঠান চালু করেছি। এ বছর উপজেলার ১১২টি প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী “আইফা মেধাবৃত্তি- ২০২৫” পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৮১টি এবং মাধ্যমিক বিদ্যালয় ৩১টি। অনুষ্ঠান হবে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top