মুহাম্মদ শাহীনঃ
ওরা কারা?
যারা গোত্রে গোত্রে ঝগড়া বাঁধায়,
মানুষে মানুষে সৃষ্টি করে বিভাজন,
নিজে বলে, “আমি ভালো মানুষ”,
কিন্তু মনে থাকে শুধু অহংকার আর বিষাদের মরণ।
ওরা কারা?
যারা বলে — “আমার মতো না হলে তুমি ভুল”,
ভিন্ন মত শুনলেই জ্বলে ওঠে, করে তর্কে কূল-বিকূল।
শান্তির কথা মুখে, কিন্তু দেয় হৃদয়ে কষ্ট,
মনের গহীনে পাপ লুকায়, মুখে দেখায় পবিত্রতার বস্ত্র।
ওরা কারা?
যারা নিজের ভুল কখনো দেখে না,
শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায়, ভাবে — “আমি-ই ভালো চিরকাল”।
ভুলে যায় — আল্লাহ জানেন কার অন্তরে কী আছে,
ভালো মানুষ সাজলেই হয় না, ভালো হতে হয় কাজে।
ওরা কারা?
তাদের চেনা যায় না কথায় কিংবা মুখে,
চেনা যায় আচরণে — কে সত্যিকারে ভালোবাসে মানুষকে।
কে দয়ালু, কে রাখে আল্লাহর ভয় অন্তরে,
জানা যায় কাজ ও চরিত্রে, নয় বাহ্যিক ভণিতার ভরে।
শেষে বলি ভাই, ফিরে তাকাও নিজের দিকে,
ভালো মানুষ হতে হলে হাঁটো সত্যপথে নির্ভীক চিত্তে।
আল্লাহর ভয় রাখো মনে, করো দয়া চোখে,
তবেই শান্তি আসবে জীবনে — দুনিয়া ও আখিরাতে সুখের আলোকে
