১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জানুয়ারি ১২, ২০২৬

আজকের সংবাদ, চাঁদপুর, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ

২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই আকাঙ্খা তৈরি হয়েছে তা যেনো বিনষ্ট না হয়—————- জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

ফরিদগঞ্আজ টা্ন্নিইমস ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ফরিদগঞ্জে সুশীল সমাজ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইমলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হোসেন।সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইমলাম সরকার বলেন, একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার লক্ষে যা যা করা প্রয়োজন আমরা সকল কিছুই করেবো। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে নির্বাচনের প্রচারণা শুরু হবে। আশা করছি রাজনৈতিক দলগুলো ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই আকাঙ্খা তৈরি হয়েছেন তা যেনো বিনষ্ট না হয়। আমরা অনেকেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি ভুখণ্ড পেয়েছি। কিন্তু প্রকৃত গণতন্ত্র আসেনি স্বাধীনতার এতোবছরেও। কিন্তু আমরা ২৪ দেখেছি, কিভাবে আমাদের ছেলেমেয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তাই তাঁদের আত্মত্যাগকে কোন ভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। আমরা গণভোটের প্রচারে জন্য যেমন সর্বোচ্চ ব্যবস্থা নিবো, তেমনি নির্বাচনে কোন ধরনের অনিয়ম সন্ত্রাসি তৎপরতা ও অপরাধ ঠেকাতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো। এরই মধ্যে কাজ এগিয়ে নিয়েছি। সেনাবাহিনী ক্যাম্প বাড়বে, র‌্যাবের ক্যাম্প হবে, নৌপুলিশ, বিজিবি, আনসার বাহিনী এবং পুলিশ নির্ভিক ও স্বাধীন ভাবে কাজ করবে। আশা করছি আজকে এই সভায় সকলেই যেভাবে আমাদের কথা দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন।বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মো. রবিউল হোসেন বলেন, বাংলাদেশ পুলিশ যেকোন মূল্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর। আমরা এখানে কারো তদবিরে আসিনি, তাই আমাদের পিছনে ফিরে তাকাবার কোন প্রয়োজন নেই। ভোটাররা যাতে ভালভাবে ভোট দিতে যেতে পারে সেইজন্য আমরা নিরাপত্তা বলয় তৈরি করবো। কোন অনিয়মকে প্রশ্রয় দিবো না। রাজনৈতিক দলগুলো যদি নিজ নিজ অবস্থান থেকে নিজেরা স্বচ্ছ থেকে নির্বাচণী কার্যক্রমে অংশগ্রহণ করেন, তবে নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হতে বাধ্য। মনে রাখতে হবে, মানুষ এখন আর আগের ধারায় ফিরতে চায়না। তারা কিছুই নতুন ভাবে দেখতে চায়, একটি সুষ্ঠু নির্বাচনই আমাদের তা দিতে পারবে। আপনারা সকলে একত্রিত হয়ে গণভোটের কথা বলবেন। এই গণভোঠের মাধ্যমে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে যাবো, যেখানে আর ২৪ ফিরে আসবে না। দেশের মানুষকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ হাসিল করা সম্ভব হবে না। সকলে বাধ্য হবে সততার সাথে নিজ নিজ নিজ দায়িত্ব পালন করতে।আমরা পুলিশ আর কারো কথায় কাজ করবো না। নির্বাচনী আচরণ বিধি এবং আইনের বাইরে কোন কাজ হবে না। আমরা ইতিমধ্যেই সকল পুলিশ সদস্যদের জন্য তিনদিনের ট্রেনিংয়ের আয়োজন করেছি। দিনবদলের যেই ধারা শুরু হয়েছে, তাতে আপনাদের স্বর্তফূর্ত অংশগ্রহনের মাধ্যমে তার পরিপূর্ণতা পাবে।সভায় বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সাংবাদিকদের পক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, জুলাই যোদ্ধা নামজুস সাকিব, আলেমদের পক্ষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও ফরিদগঞ্জ মধ্যবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. মমিনুল ইসলাম খান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, শিক্ষকদের পক্ষে আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, ইউপি চেয়ারম্যাদের পক্ষে মো. শাহাজাহান বিএসসি, রাজনৈতিক দলের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাও. ইউনুছ হেলাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, গণফোরামের মামুন গাজী, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাজু ও ব্যবসায়ীদের পক্ষে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী হায়দার টিপু পাঠান।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নারী ভোটারদের ভোট প্রদানে আগ্রহী করতে অবহিতকরণ সভা

ফরিদগঞ্জ টাইম ডেস্ক :ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা দীর্ঘকাল ধরে পীরের ভুল ব্যাখাকে মান্য করে ভোট প্রদান করেন না। গত ১৯৬৯ সাল থেকে এই ধারা চলমান রয়েছে। প্রতিটি নির্বাচনে সরকার নারীদেরকে ভোট কেন্দ্রে ফেরানোর জন্য নানা আয়োজন করে। কিন্তু এতে ফলপ্রসূ হয়না নারীদের ভোট কেন্দ্রে নিয়ে আসা। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আবারো জোরেশোরে মাঠে নেমেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরপক্ষিয়া গ্রামে নারীদের ভোটদানে উদ্ধুব্ধকরণ ও গণভোট নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, পুলিশ সুপার মো. রবিউল হাসান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাজাহান মামুন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ও রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির। এছাড়া পরামর্শমূলক বক্তব্য রাখেন সময় টিভির স্টাফ রির্পোটর ফারুক আহমদ ও স্থানীয় দিনকাল প্রতিনিধি সোহেল খান। নারীদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য খুকি বেগম, রুপালি দেবনাথসহ উপস্থিত নারীরা।রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৬শ ৯৫ জন, এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ২শ ৯৯ জন। লেখাপড়া, বাজার আর অন্যান্য দৈনন্দিন কাজে ঘরের বাইরে বের হলেও নির্বাচনের দিন ঘরে বসেই সময় কাটে এই ইউনিয়নের নারীদের।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কোরআন ও হাদিসের আলোকে পর্দা রক্ষা করে নারীদের ভোট প্রদান ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়। পীর মাশায়েখরা কখনোই ধমের্র অপব্যাখা দেন না। আমরা পর্দা মেনেই সকল কাজ করতে পারি। আমরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নারীদের সর্বোচ্চ পর্দার বিষয়টি মাথায় রেখে আমরা নারীদের বুথে নারীরাই ভোট নিবে। সকল দায়িত্ব নারীরাই পালন করবে বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়া ভোট কেন্দ্রে না এলে আপনি গণভোট দিতে পারবেন না। আগামীর বাংলাদেশে আপনার অংশীদারিত্ব থাকবে না।উল্লেখ্য, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন প্রবাসী অধ্যুষিত এলাকা। উপজেলার সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে এই ইউনিয়নের বাসিন্দাদের কাছ থেকে। পুরুষরা প্রবাসে থকার কারণে এই ইউনিয়নের নারীরাই হাটবাজার থেকে সকল কাজই করে। কিন্তু ভোটের বেলাতেই ব্যতয় ঘটেছে এই ইউনিয়নে। গত প্রায় ৬০ বছর ধরে এই এলাকার সকল ধর্মের নারীরা বলতে গেলে ভোট দেন না। সর্বশেষ দুই/তিনটি নির্বাচনে প্রার্থীদের নিকট স্বজনরাই কেবরমাত্র ভোট দিয়েছেন। যা শতকরা হারেও আসেনা। ফলে প্রশ্ন দাঁড়িয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়নের নারী ভোটাররা জড়তা ভয় ও আকঙ্ক কাটিয়ে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে চিরচেনা সেই দৃশ্যের ভোট দিবে কী।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখম থানায় লিখিত অভিযোগ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :উপজেলায় পূর্বশত্রুতা ও জমিজমা বিরোধের জেরে রিয়াদ নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার ১৬ নং রুপসা ইউনিয়নের চরমুঘুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিয়াদ হোসেন (৩২) চরমুঘুয়া এলাকার আফজাল পাটওয়ারী বাড়ির ঈসমাইল পাটওয়ারীর ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঐ দিনই ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরমুঘুয়া এলাকায় সজিবের(৩২) সঙ্গে রিয়াদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি এ নিয়ে রিয়াদকে কুপিয়ে জখম করেন একই বাড়ির মৃত করিমউল্যাহ পাটওয়ারীর ছেলে সজিব(৩২) ও তাঁর ভাবী বিউটিসহ(৪০) অন্যরা। এর জেরে ৬ জানুয়ারি দুপুরে সজিব রিয়াদের দখলকৃত জমির গাছ কাটতে গেলে রিয়াদ ঐ সময় প্রমানস্বরুপ ভিডিও ধারণ করতে গেলে তাঁর ওপর অতর্কিত হামলা করেন সজিব ও তার স্বজনরা । এ সময় রিয়াদের মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসী আরো জানান, আমরা রিয়াদকে শান্ত- শিষ্ট নামাজী ভদ্র ছেলে হিসেবে জানি। তার ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফরিদগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই মোহাম্মদ আলী জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Scroll to Top