নিজস্ব প্রতিনিধি : ঐতিহ্যবাহী সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরামের এর ছোট কাগজ মানচিত্র নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত সাহিত্য চর্চার এক অনন্য নিদর্শন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র অন্যতম প্রকাশনা ‘মানচিত্র’। পাঠচক্র অনুষ্ঠিত হয় মানচিত্র’র তৃতীয় সংখ্যা নিয়ে।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকালে আইফা পাঠাগার মিলনায়তনে পাঠচক্র অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় সংগঠনের সদস্যরা মানচিত্র পাঠ এবং তা নিয়ে আলোচনা করেন।
পাঠচক্রে বিশেষ আলোচনা রাখেন ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি কে এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: নাছির উদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিতু দেবনাথ, সদস্য রিমা আক্তার, শফিকুর রহমান সহ প্রমুখ।
