মোঃ ইয়াছিন পালোয়ানঃ
আমি আর আমার বন্ধু আদনান,
সাইকেলে করে যাচ্ছি রাস্তায়, একসাথে হাসিমুখে।
রুপসা বাজার পার হতেই, দেখি এক পুরনো দালান,
চাঁদপুরের মাটিতে দাঁড়িয়ে, শান্ত হাওয়া বইছে টান।
পুরনো জমিদার বাড়িটি, চুপচাপ দাঁড়িয়ে আছে,
তার দেয়ালে সময়ের ছাপ, ইতিহাস যেন ভেসে আসে।
দেয়ালের ছায়ায় চুপচাপ বসি,
জানালার মাঝে রোদের আলো, যেন পুরনো দিনের কথা বলে দিচ্ছি।
বন্ধু পিছন থেকে একটা ছবি তুলে নেয়,
মনে হয় সময় যেন থেমে গেছে এক মুহূর্তে।
বাড়ির দরজা খোলা, জানালায় কাঠের ফ্রেম,
দেয়ালে ফাটল ধরেছে, তবু তাতে লুকানো এক গর্বের ছোঁয়া।
কে জানে, অনেক বছর আগে
এই জায়গায় কে বসেছিল শান্তভাবে?
আজ আমি সেই জায়গায় দাঁড়িয়ে,
ভেবেছি অনেক কিছু, হারিয়ে গেছি মনে-মনে।
পরের দিন গ্যালারিতে দেখি সেই ছবিটা,
মনে পড়ে যায় পুরনো দিনের কথা।
একটু নিঃশ্বাস নিয়ে ভাবি,
জমিদার বাড়ির সেই সকালটা, এখনো মন ছুঁয়ে যায়, চোখে জল এনে দেয়
