১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


নুরুল ইসলাম ফরহাদ :
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। কিন্তু অধিকাংশ ভোটার (ফরিদগঞ্জ) বুঝে না গণভোট কী? কীভাবে দিবে? অথবা কি বিষয়ের উপর ভোট দিবে। বোঝে না গণভোটের গুরুত্ব, তাৎপর্য, সংস্কারের প্রয়োজনীয়তা। শুধু এটুকু জানে হ্যাঁ অথবা না তে ভোট দিতে হবে।
বাংলাদেশের ইতিহাসে এর আগে আর কখনো এ রকম দু’টি নির্বাচন একত্রে হয়নি। সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা সবাই জানে বা বোঝে। কিন্তু গণভোট বিষয়টি অধিকাংশ মানুষের কাছেই বোধগম্য নয়। নির্বাচনের আর মাত্র মাসখানেক বাকি অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রচারণা তেমন একটা চোখে পড়ছেনা। দু’টি ভোট একত্রে হওয়ার কারণে রাজনৈতিক দলগুলো ব্যস্ত সংসদ সদস্য নির্বাচন নিয়ে।
বাংলাদেশে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় ১৯৯১ সালে। ফলে দেশে গত ৩৫ বছরে কোনো গণভোট হয়নি। বর্তমানে দেশের যে মোট ভোটার, তাদের অনেকেই গণভোট দেখেননি। ভোটারদের একটা বড় অংশের জন্য এটা একটা নতুন বিষয়। একটা সময় রাষ্ট্রপতি নির্বাচন হতো, সে খানেও প্রার্থী থাকতো। স্থানীয় নির্বাচনেও প্রার্থী থাকে, সংসদ সদস্য নির্বাচনেও প্রার্থী থাকে কিন্তু গণভোটে কোনো প্রার্থী থাকে না। গণভোট হলো কোনো একটি বিষয় ভোটাররা সমর্থন করেন, নাকি করেন না- এটা জানা।
কিছু কিছু ক্ষেত্রে সচেতন ভোটারদের একটি অংশও ধোয়াশার মধ্যে আছেন। তাদের প্রশ্ন কেউ যদি চারটি প্রশ্নের দু’টির ক্ষেত্রে একমত এবং অন্য দু’টির ক্ষেত্রে ভিন্নমত জানাতে চান, সে ক্ষেত্রে তিনি কীভাবে একটি উত্তর অর্থাৎ হ্যাঁ অথবা না দিয়ে নিজের মতামত জানাবেন?
বিএনপির মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এ বিষয়ে বলেন, এখনকার মানুষ অনেক সচেতন তারা অনেক কিছু জানেন এবং বোঝেন। গণভোট নিয়ে কাজ করার এখনো অনেক সময় আছে।
বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনিত প্রার্থী ও জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজী গণভোট সম্পর্কে বলন, অন্য দল থেকে জামায়াত ইসলাম গণভোট নিয়ে বেশী প্রচারণা করেছে এবং করছে। আমরা জেলা ব্যাপী প্রায় দশ লাখ লিফলেট বিতরণ করেছি। রাজনৈতিক দলের পাশাপাশি প্রশাসনকে গণভোট নিয়ে বেশী কথা বলতে হবে। তাদেরকেই বেশী প্রচারণা চালাতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, এবারের গণভোটের মধ্যে অনেকগুলো সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলোও রয়েছে। গণভোটের বিষয়বস্তু সম্পর্কে উপজেলা প্রশাসন থেকে আমরা জনগণকে প্রচার করছি। ইতোমধ্যে আমরা উপজেলা প্রশাসন থেকে লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করেছি।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top