ফরিদগঞ্জ টাইম ডেস্ক :
ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা দীর্ঘকাল ধরে পীরের ভুল ব্যাখাকে মান্য করে ভোট প্রদান করেন না। গত ১৯৬৯ সাল থেকে এই ধারা চলমান রয়েছে। প্রতিটি নির্বাচনে সরকার নারীদেরকে ভোট কেন্দ্রে ফেরানোর জন্য নানা আয়োজন করে। কিন্তু এতে ফলপ্রসূ হয়না নারীদের ভোট কেন্দ্রে নিয়ে আসা। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আবারো জোরেশোরে মাঠে নেমেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরপক্ষিয়া গ্রামে নারীদের ভোটদানে উদ্ধুব্ধকরণ ও গণভোট নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, পুলিশ সুপার মো. রবিউল হাসান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাজাহান মামুন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ও রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির। এছাড়া পরামর্শমূলক বক্তব্য রাখেন সময় টিভির স্টাফ রির্পোটর ফারুক আহমদ ও স্থানীয় দিনকাল প্রতিনিধি সোহেল খান। নারীদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য খুকি বেগম, রুপালি দেবনাথসহ উপস্থিত নারীরা।
রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৬শ ৯৫ জন, এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ২শ ৯৯ জন। লেখাপড়া, বাজার আর অন্যান্য দৈনন্দিন কাজে ঘরের বাইরে বের হলেও নির্বাচনের দিন ঘরে বসেই সময় কাটে এই ইউনিয়নের নারীদের।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কোরআন ও হাদিসের আলোকে পর্দা রক্ষা করে নারীদের ভোট প্রদান ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়। পীর মাশায়েখরা কখনোই ধমের্র অপব্যাখা দেন না। আমরা পর্দা মেনেই সকল কাজ করতে পারি। আমরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নারীদের সর্বোচ্চ পর্দার বিষয়টি মাথায় রেখে আমরা নারীদের বুথে নারীরাই ভোট নিবে। সকল দায়িত্ব নারীরাই পালন করবে বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়া ভোট কেন্দ্রে না এলে আপনি গণভোট দিতে পারবেন না। আগামীর বাংলাদেশে আপনার অংশীদারিত্ব থাকবে না।
উল্লেখ্য, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন প্রবাসী অধ্যুষিত এলাকা। উপজেলার সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে এই ইউনিয়নের বাসিন্দাদের কাছ থেকে। পুরুষরা প্রবাসে থকার কারণে এই ইউনিয়নের নারীরাই হাটবাজার থেকে সকল কাজই করে। কিন্তু ভোটের বেলাতেই ব্যতয় ঘটেছে এই ইউনিয়নে। গত প্রায় ৬০ বছর ধরে এই এলাকার সকল ধর্মের নারীরা বলতে গেলে ভোট দেন না। সর্বশেষ দুই/তিনটি নির্বাচনে প্রার্থীদের নিকট স্বজনরাই কেবরমাত্র ভোট দিয়েছেন। যা শতকরা হারেও আসেনা। ফলে প্রশ্ন দাঁড়িয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়নের নারী ভোটাররা জড়তা ভয় ও আকঙ্ক কাটিয়ে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে চিরচেনা সেই দৃশ্যের ভোট দিবে কী।
Tags:
- Ambia Younus Foundation
- App
- AYFA
- makeup
- mens
- Motaher Hossain Patwary
- News of Chandpur
- News of Faridganj
- Palestine
- Software
- suits
- woman
- অ্যাপ
- আইফা
- আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন
- ইসরায়েল
- ইসলামি আন্দোলন
- ক্রীড়া
- ক্রীড়া
- চাঁদপুরের খবর
- ডেঙ্গু
- তথ্যপ্রযুক্তি
- নারায়ণগঞ্জ
- নারী
- নারীর অধিকার
- নারীর ক্ষমতায়ন
- পরিবহন
- ফরিদগঞ্জের খবর
- ফরিদগঞ্জের খরব
- ফিলিস্তিন
- বন্ধন পরিবহন
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল
- বিএনপি
- মোতাহার হোসেন পাটওয়ারী
- মোতাহের হোসেন পাটওয়ারী
- রাজনৈতিক দল
- লাইভ নারায়ণগঞ্জ
- সংঘর্ষের
- সদর
- সফটওয়্যার
- স্বাস্থ্য
- হাসপাতালের
সর্বশেষ
-
ফরিদগঞ্জে অর্থ ও পেশী শক্তির জোরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ -
আচরণ বিধি লংঙ্ঘন করে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় ফরিদগঞ্জের ৬৭ শিক্ষক! -
২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই আকাঙ্খা তৈরি হয়েছে তা যেনো বিনষ্ট না হয়---------------- জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার -
ফরিদগঞ্জে নারী ভোটারদের ভোট প্রদানে আগ্রহী করতে অবহিতকরণ সভা -
ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখম থানায় লিখিত অভিযোগ -
অসহায় মেধাবীদের হাতে বন্ধন-১২ দিলো বোর্ড ও কেন্দ্র ফি -
ফরিদগঞ্জে উত্তর চরবড়ালী যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান
