১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ফরিদগঞ্জ টাইম ডেস্ক :
ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা দীর্ঘকাল ধরে পীরের ভুল ব্যাখাকে মান্য করে ভোট প্রদান করেন না। গত ১৯৬৯ সাল থেকে এই ধারা চলমান রয়েছে। প্রতিটি নির্বাচনে সরকার নারীদেরকে ভোট কেন্দ্রে ফেরানোর জন্য নানা আয়োজন করে। কিন্তু এতে ফলপ্রসূ হয়না নারীদের ভোট কেন্দ্রে নিয়ে আসা। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আবারো জোরেশোরে মাঠে নেমেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরপক্ষিয়া গ্রামে নারীদের ভোটদানে উদ্ধুব্ধকরণ ও গণভোট নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, পুলিশ সুপার মো. রবিউল হাসান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাজাহান মামুন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ও রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির। এছাড়া পরামর্শমূলক বক্তব্য রাখেন সময় টিভির স্টাফ রির্পোটর ফারুক আহমদ ও স্থানীয় দিনকাল প্রতিনিধি সোহেল খান। নারীদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য খুকি বেগম, রুপালি দেবনাথসহ উপস্থিত নারীরা।
রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৬শ ৯৫ জন, এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ২শ ৯৯ জন। লেখাপড়া, বাজার আর অন্যান্য দৈনন্দিন কাজে ঘরের বাইরে বের হলেও নির্বাচনের দিন ঘরে বসেই সময় কাটে এই ইউনিয়নের নারীদের।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কোরআন ও হাদিসের আলোকে পর্দা রক্ষা করে নারীদের ভোট প্রদান ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়। পীর মাশায়েখরা কখনোই ধমের্র অপব্যাখা দেন না। আমরা পর্দা মেনেই সকল কাজ করতে পারি। আমরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নারীদের সর্বোচ্চ পর্দার বিষয়টি মাথায় রেখে আমরা নারীদের বুথে নারীরাই ভোট নিবে। সকল দায়িত্ব নারীরাই পালন করবে বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়া ভোট কেন্দ্রে না এলে আপনি গণভোট দিতে পারবেন না। আগামীর বাংলাদেশে আপনার অংশীদারিত্ব থাকবে না।
উল্লেখ্য, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন প্রবাসী অধ্যুষিত এলাকা। উপজেলার সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে এই ইউনিয়নের বাসিন্দাদের কাছ থেকে। পুরুষরা প্রবাসে থকার কারণে এই ইউনিয়নের নারীরাই হাটবাজার থেকে সকল কাজই করে। কিন্তু ভোটের বেলাতেই ব্যতয় ঘটেছে এই ইউনিয়নে। গত প্রায় ৬০ বছর ধরে এই এলাকার সকল ধর্মের নারীরা বলতে গেলে ভোট দেন না। সর্বশেষ দুই/তিনটি নির্বাচনে প্রার্থীদের নিকট স্বজনরাই কেবরমাত্র ভোট দিয়েছেন। যা শতকরা হারেও আসেনা। ফলে প্রশ্ন দাঁড়িয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়নের নারী ভোটাররা জড়তা ভয় ও আকঙ্ক কাটিয়ে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে চিরচেনা সেই দৃশ্যের ভোট দিবে কী।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top